Best Anal Fissure(এনাল ফিসার) Treatment in Bangladesh!
AnalFissure(এনাল ফিসার)

AnalFissure(এনাল ফিসার)
Chronic Anal fissure
এনাল ফিসার হচ্ছে মলদারের শেষ অংশে একটি চিরে যাওয়া বা ফেটে যাওয়া ঘা ।
এনাল ফিসারের কারণ সমূহ
• শক্ত মলের আঘতে ছিড়ে যাওয়া ।
• অতিরিক্ত ডায়রিয়াতেও হতে পারে।
• মলদারের মাংস পেশি বেশি টাইট হয়ে যাওয়া।
কতিপয় রোগ যেমনঃ আলসারেটিভ কোলাইটিস,ক্রনস ডিজিজ ও ইনফেকশন ইত্যাদির কারণেও এনাল ফিসার হতে পারে।
এনাল ফিসারের লক্ষণ
• মলত্যাগের সময় ব্যথা হওয়াঃ ব্যথা অনেক সময় এতো তীব্র হয় যে, মনে হয় চাকুতে মলদার কেটে যাচ্ছে এবং রোগী মলত্যাগ করতে পর্যন্ত ভয় পায়। এই ব্যথা কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত থাকতে পারে।
• মলত্যাগে রক্ত যাওয়াঃ মলের গায়ে অথবা টিস্যু পেপারে লাল রক্ত দেখা যায়।
• মলদারে একটি অতিরিক্ত ঝুলন্ত চামড়া বা বোট দেখা যেতে পারে।
• অনেক সময় চুলকানি হয়।
রোগ নির্ণয়
একজন কলোরেক্টাল সার্জন রোগীকে শারীরিক ভাবে পরিক্ষা করেই এনাল ফিসার নির্ণয় করতে পারেন। কখনো কখনো অন্যান্য আরো কিছু রোগের উপস্হিতি নির্ণয়ের জন্য কলোনোস্কপি করা লাগতে পারে।
চিকিৎসা
১। বেশির ভাগ ক্ষেত্রে অপারেশন ছাড়াই চিকিৎসায় ভালো হয়। এই চিকিৎসার মধ্যে রয়েছেঃ
• খাদ্যাভাসঃ বেশি করে পানি ও আশযুক্ত খাবার(শাক-সবজি, ইসবগুলের ভূষি ও পাকা বেল )
• মল নরম করার ঔষধ
• সিজ বাথ
• মলদারের ঘা শুকানো ও ব্যথা নাশের জন্য মলম
২। বটুলিনাম টক্সিনঃ এই ইঞ্জেকশনের মাধ্যমেও এনাল ফিসারের চিকিতসা করা যায়।
৩। অপারেশনঃ
যাদের চিকিতসায় এনাল ফিসার ভালো হয় না অথবা বার বার এই সমস্যা দেখা দেয় তাদের অপারেশন লাগে। এই অপারেশনে কোন কাটাছেড়া করা লাগে না। ছোট্ট একটু খানি ছিদ্র করে আধুনিক পদ্ধতিতে এই অপারেশন করা যায়। অপারেশনে কোন ব্যথা হয় না। উপরন্ত আগের সকল ব্যথা অপারশনের সাথে সাথেই লাঘব হয়ে যায় এবং মনে হয় যে ত্যাগেই প্রকৃত সুখ। দক্ষ হাতে এই অপারেশনের ফলাফল খুবই ভালো এবং স্হায়ী। তবে অনভিজ্ঞ হাতে জটিলতা অথবা রোগ আবার হবার ভয় থাকে ।
এনাল ফিসারের জটিলতা
এনাল ফিসার ঠিকমত চিকিতসা না করলে ফিসারের ক্ষত স্থানে ফোড়া ও এনাল ফিস্টুলা হতে পারে।
অপচিকিতসার ফলাফল
অনেকে টাকা খরচের ভয়ে অথবা অপারেশনের ভয়ে কবিরাজ ও হাতুড়ে ডাক্তারের শরনাপণ্ণ হয়।তারপর অপচিকিতসায় সৃষ্ট ক্ষতের যন্ত্রণায় নিজের ভুল বুঝতে পেরে আবার কলোরেক্টাল সার্জনের শরণাপন্ন হন।
Lateral Internal Sphincterotomy
A small cut is made in the internal sphincter (anal muscle) so as to break the anal spasm associated with anal fissures.
Botox Injection
Injection of Botox into the anal sphincter muscle to relieve the anal spasm from the anal fissure.
Endocutaneous Advancement Flap
Using some skin near the anal canal to patch up the anal skin tear (anal fissure)
Appointment
For treatment and care of Anal Fissure by Colorectal Surgeon Dr Tariq Akhtar Khan please call 01736-369536 and take an appointment.